রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে বাসের পর এবার ধর্মঘট ঘোষণা করেছে আলফা, সিএনজি ও ইজিবাইক শ্রমিক ও মালিক সমিতি। গতকাল রবিবার রাতে নির্বিঘ্নে থ্রি হুইলার চলাচলসহ ৫ দফা দাবিতে ৪ ও ৫ নভেম্বর ধর্মঘটের ঘোষণা দেয় তারা। এর আগে গত সোমবার বরিশাল-ঢাকা মহাসড়কে অবৈধ্য সকল প্রকার থ্রিহুইলার ও রোড পারমিটবিহীন দূরপাল্লার বাসগাড়ি চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ৪ ও ৫ নভেম্বর বরিশাল জেলা বাস মালিক গ্রুপ ধর্মঘট ডাকে।
এ ধর্মঘট ডাকাকে ৫ নভেম্বর বরিশালে বিএনপির সমাবেশকে বাঞ্ছাল করতে সরকারের অঘোষিত হরতাল বলে দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। সরকারের কোনো কৌশল সমাবেশে লোক আসা ঠেকাতে পারবে না বলেও দাবি তাদের।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, আমরা সরকারের পতন আন্দোলনে নেমেছি। মুক্তিযুদ্ধের সময়ে মানুষকে দেশ রক্ষায় ঠেকানো যায়নি। এ যুদ্ধেও সরকারের কোনো কৌশলই জনসমাবেশে মানুষ আসা রোধ করতে পারবে না। তা আপনারা (সাংবাদিক) দেখবেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরওয়ার বলেন, ‘৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। জনগণকে কেউ ঠেকাতে পারবে না। সরকার ইনডাইরেক্টলি হরতাল ডাকছে বিএনপির সমাবেশকে বাঞ্ছাল করতে।
বরিশাল জেলা আলফা, সিএনজি ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, তাদের সংগঠনের আওতায় বরিশাল জেলায় তিন হাজার থ্রি হুইলার যানবাহন রয়েছে। ৪ ও ৫ নভেম্বর সকল ধরনের থ্রি হুইলার চলাচলে ধর্মঘট ডাকা হয়েছে। দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলনে যাওয়া হবে।
অপরদিকে, ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশের আগে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়ে ২৬ অক্টোবর ৪ ও ৫ নভেম্বর ধর্মঘটের ডাক দেয় জেলা বাস মালিক গ্রুপ।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, ২৯ মের সভার সিদ্ধান্ত মোতাবেক ২২টি জাতীয় মহাসড়কে সকল প্রকার থ্রি-হুইলার চলাচল বন্ধের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা মহাসড়কে অবাধে চলাচল করছে। যাত্রী সাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াতের জন্য আমরা ধর্ঘটের ডাক দিয়েছি। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাব।
Leave a Reply