রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশালের হিজলায় বজ্রপাতে তারিকুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাও দাখিল মাদরাসা চত্বরে এ ঘটনা ঘটে। মৃত তারিকুল ইসলাম মাদরাসা ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। তারিকুল বরগুনা জেলার আমতলী উপজেলার হলুদিয়া গ্রামের মইনুদ্দিন পেয়াদার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারিকুল ইসলামসহ অন্য নির্মাণ শ্রমিকরা দুপুরে চর ছয়গাও দাখিল মাদরাসার নতুন ভবন নির্মাণের কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারিকুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, বজ্রপাতে তারিকুল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply