শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের হয়রানি ও গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে দলের নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতারের অভিযোগ তুলে বিএনপির মেয়রপ্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন।
সগীর হোসেন লিওন বলেন, রুলে আপিল বিভাগের নির্দেশনা অনুসরণ না করে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক বিএনপির নেতা, কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের বৈষম্যমূলক গ্রেফতার-হয়রানি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
Leave a Reply