শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা মহানগরের রমনা থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে নগরীর ফকিরবাড়ি সড়কের শিক্ষক ভবনের সামনে থেকে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আমিনুল ইসলাম লিপনকে মহানগর বিচারিক হাকিম আদালতে নেওয়া। আদালতে লিপনের পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, জে এম আমিনুল ইসলামের নামে রমনা থানার মামলায় ওয়ারেন্ট ছিল। তিনি বিস্ফোরক আইনের মামলায় পলাতক ছিলেন।
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. আ. মালেক বলেন, ঢাকার রমনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি রাজনৈতিক মামলায় লিপনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply