শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি ॥
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়ায় বাড়ির আঙিনায় বিরোধীয় জমিতে ঘর উত্তোলনের চেষ্টা ও হামলা-ভাঙচুরের অভিযোগে ৩জনকে আটক করেছে পুলিশ। গতকাল ভোররাত সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক মীর ছালেক উদ্দিন বাদী হয়ে রাজাপুর থানায় মামলা (নং-০৭, তারিখ-২৯-১০-১৮ইং) দায়ের করেন। গ্রেফতারা হলেন মীর ছাদিকুল আলম (৬৫), মোঃ মেহেদী (২০), মোঃ হাসান (১৮)। আটককৃতদের রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, রোববার ভোর সাড়ে ৪ টার দিকে জিয়াউদ্দিন রুবেল, ছাদেকুল আলম, মেহেদী, হাসান, ফিরোজ, নুরুল ইসলাম, সোহেল, তাসলিমা, ছালক হাওলাদারসহ আরো ৫/৬ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়ির আঙিনায় ঘর উত্তোলনের চেষ্টা চালায়। এসময় তারা তান্ডব চালিয়ে বসতঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ করে।
বাদিপক্ষ তাতে বাধা দিতে গেলে হামলা, মারধর ও শ্লীলতাহানী করে স্বর্ণালংকার, লাইট ও মোবাইলসহ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয় এবং ক্ষয়-ক্ষতি করে। বাদী মীর ছালেক উদ্দিন জানান, বাড়ির আঙিনায় বিরোধীয় জমিতে রাতে তান্ডব চালানোর শুরুতেই থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছেই ছাদিকুল আলম (৬৫), মোঃ মেহেদী (২০), মোঃ হাসান (১৮) কে আটক করতে সক্ষম হয়। এরপূর্বে আসামীদের নামে একাধিক মামলা আছে। রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply