রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
সুমন তালুকদার, স্টাফ রিপোর্টার॥ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ইসলামি নীতিমালা হলো-
“পণ্য যে পদ্ধতিতে ক্রয় করবে সে পদ্ধতিতেই বিক্রি করবে।” মানে ওজনে কিনলে ওজনে বিক্রি। সাইজে কিনলে সাইজে বিক্রি। সেই তরমুজ এই প্রথমবার বাজারগুলোতে প্রভাবশালী সিণ্ডিকেট ও অতি মুনাফাখোররা ভোক্তা সাধারনের উপরে জুলুমবাজি করে ওজনে বিক্রি করছেন।
এই বিক্রি কেজি ৩০ টাকা দরে শুরু হলেও এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। ফলে ভালো সাইজের একেকটা তরমুজ কিনতে হচ্ছে ৪০০ থকে ৬০০ টাকায়। যা নিম্নআয়ের মানুষের পক্ষে অনেকটাই অসম্ভব।
বাজার অনিয়ন্ত্রিত, ভোক্তা নির্যাতিত, ভোক্তার পকেট কেটে ছিনতাই সিন্ডিকেট মুনাফাখোরদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে সাধারণ ক্রেতারা।
Leave a Reply