মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ সারাদেশে চলছে সরকার ঘোষিত লকডাউন যে কারনে পরিবহন সহ অভ্যন্তরীণ রুটের সব বাস বন্ধ।
কিন্তু প্রয়োজনের তাগিদে প্রতিদিনই বিভিন্ন জায়গায় যেতে হয় সাধারণ মানুষদের। তবে পরিবহন বন্ধ থাকলেও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ছোট ছোট যানবাহনগুলো। আর যাত্রীদের ভরসা এখন সেগুলোই। গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে প্রতিদিনই দেখা যায় শতশত ছোট ছোট যানবাহনের ভীড় হাজার হাজার যাত্রী।
যাত্রীদের অভিযোগ সরকার ঘোষিত লকডাউনে যাত্রী সংখ্যা কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নেওয়ার কথা থাকলেও যানবাহনের মালিক গুলো মানছেন না সরকারি এই আইণ।
উল্টো ভাড়া নিচ্ছেন আগের চেয়ে অনেক বেশি। কয়েকজন ড্রাইভার এর কাছে এ বিষয়টি জানতে চাইলে তারা বলেন যাত্রীর অনেক চাপ থাকে তাই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
আর অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে জানতে চাইলে বলেন সারাবছর আমাদের তেমন যাত্রী হয়না এখন যাত্রীর চাপ অনেক বেশি তাই ভাড়াও একটু বেশি।
সুযোগের সদ্ব্যবহার সবাই করে আমরা তো ২০ টাকা ৩০ টাকা বেশি নেই কিন্তু যারা এই সুযোগে লক্ষ লক্ষ টাকা অবৈধ পন্থায় আয় করে যাচ্ছে তাদের ব্যাপারে তো কেউ খবর রাখেনা। যত দোষ সব আমাদের গরিবের উপর আর যত আইন তাও আমাদের গরিবের উপর।
Leave a Reply