রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
আরিফ হোসেন : স্বেচ্ছাসেবী সংগঠন সজাগ এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরেও প্রায় শতাধিক পরিবারের মাঝে পবিত্র মাহে-রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। করোনাকালীন মহামারীর এই দুঃসময়ে কর্মহীন মানুষের মুখে একটু হাসি ফুটাতে সজাগ সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে আজ শুক্রবার কাশিপুর, চরবাড়ীয়া,মাধবপাশা ও চাঁদপাশা ইউনিয়ন এলাকায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার সংগঠনের সদস্যরা নিজস্ব ব্যবস্থায় সমাজের অসহায় হত-দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এই সাহায্য পৌঁছে দেন। সংগঠনটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম বলেন লকডাউনের এই দুঃসময়ে এই রকমের একটি উপহার প্যাকেট হাতে পেয়ে সমাজের অসহায় মানুষ গুলো যখন একটু হাসি দেয়, সেই হাসি মুল্য দিয়ে পরিমাপ করা যাবে না। এই আনন্দ দেখার সৌভাগ্য সবার হয় না।
সজাগ এর এমন ধারাবাহিক কার্যক্রমে উৎসাহিত হয়ে সমাজের অনেক দানশীল ব্যক্তি তাদের দান সংগঠনটির মাধ্যমে ব্যয় করতে উদ্ভুদ্ধ হয়েছেন।
সংগঠনটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পটুয়াখালী’ র ব্যবস্থাপক কাজী মোঃ মিজানুর রহমান, ইঞ্জঃ মোঃ আকিদুল ইসলাম, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি প্রভাষক মোঃ ইসমাইল হোসেন, সজাগ এর সাধারণ সম্পাদক মোঃ আলামিন হোসেন, মোঃ নয়ন, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ আরিফুর রহমান,সৈয়দ তৌকির হোসেন, আব্দুল করিম, আবুল হোসেন, ইব্রাহিম হোসেন, রেদোয়ান সাগর, ইকবাল মাহামুদ, মিরাজ হোসেন, ফয়সাল হোসেন প্রমুখ।
Leave a Reply