রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ করোনাভাইরাসের সাথে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কুশঙ্গল ইউনিয়ন পরিষদ চত্বরে স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন (ভার্চুয়ালি সংযুক্ত) সংগঠনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন।
এসময় কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর সিকদার, ঝালকাঠি জেলা পরিষদের সদস্য নাসিমা আক্তার রুনু, সিটিজেন ফাউন্ডেশনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, এস.আর সোহেল, মো. মশিউর রহমান, সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, পৌর শাখার সভাপতি মো. পলাশ হাওলাদার, প্রচার সম্পাদক গাজী আরিফুর রহমান, সদস্য মো. সজীব, কুশঙ্গল ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আলমগীর হোসেন মামুন, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান জামাল, সদস্য সচিব তুহিন মিত্র, কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার রোকন প্রমুখ।
উদ্বোধনের পর ইউনিয়নের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে ১ হাজার পিস খাবার স্যালাইন বিতরণ করা হয়। এছাড়াও ইউনিয়নের সরমহল ও সেওতা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীর (সিএইচসিপি) কাছে খাবার স্যালাইন হস্তান্তর করা হয়েছে।
সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন বলেন, নলছিটি উপজেলায় আশঙ্কাজনক হারে ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় খাবার স্যালাইন ও আইভি স্যালাইনের সংকট দেখা দিয়েছে। এ কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ হাজার পিস খাবার স্যালাইন বিতরণ করা হবে। কুশঙ্গল ইউনিয়নে স্যালাইন বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই সংগঠনের পক্ষ থেকে আইভি স্যালাইন বিতরণ করা হবে।
Leave a Reply