রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ছিল না জমি, বাড়ি কিংবা মাথা গোঁজার স্থায়ী ব্যবস্থা। দিন এনে-দিন খেয়ে ঝুপড়ি ভাড়া নিয়ে কোনো রকমে রাত পাড় করত তারা। আর স্বপ্ন দেখত এক টুকরো স্থায়ী বাসস্থানের।
ঝালকাঠির রাজাপুরের এমন ৪৬টি পরিবারকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের পাকা ঘর। রঙিন টিনের ছাউনি দেয়া দুই কক্ষবিশিষ্ট আধা পাকা বাড়ি পেয়ে পরিবারগুলোর খুশি যেন ধরে না। চোখে আনন্দের অশ্রু নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দোয়া করছেন সরকারি ঘর পাওয়া সুবিধাভোগীরা।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে রাজাপুর উপজেলার বিভিন্ন স্থানে ৪৬টি গৃহহীন পরিবারকে প্রকল্পের ঘরের চাবি বুঝিয়ে দেন ইউএনও মোক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনূজা মণ্ডল, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনির, নারী ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মৃধা প্রমুখ।
রাজাপুরের ইউএনও মোক্তার হোসেন বলেন, মুজিববর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের ধারাবাহিকতায় ঝালকাঠির রাজাপুর উপজেলার কৈবর্তখালী আবাসন প্রকল্পে ৪৬টি গৃহহীন পরিবারকে স্থানীয় ঠাঁই করে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ঘরে উঠতে পেরে তারা আনন্দে কেঁদে কেঁদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার জন্য দোয়া করেন।
Leave a Reply