মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ: আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২১ খ্রিঃ উপলক্ষে ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সরদার মোঃ তারেকুল ইসলাম তারেক কে বিজয়ী করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল আওয়ামীলীগের নৌকা প্রতীকের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, কোন আওয়ামীলীগ নেতার নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচন করার সূযোগ নেই। কেউ এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী অথবা অন্যকোন প্রার্থীর পক্ষে কাজ করলে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আজীবনের জন্য আওয়ামীলীগ থেকে বহিস্কার হবেন। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী মনোনীত জাহাঙ্গীর নগর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম তারেক এর পক্ষে কাজ করার নির্দেশ দেন। অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে করা হবে।
তিনি আনারস প্রতীকের প্রার্থী কামরুল হাসান হিমু খানকে উদ্দেশ্যে বলেন, আপনি কোন দলের সমার্থক জনসম্মূখে ক্লিয়ার করুন। আপনি বর্তমান উপজেলা বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। গত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেন। এবার আওয়ামী লীগের কর্মী দাবি করে মনোনয়ন চাইলেন। মনোনয়ন না পেয়ে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীকে নির্বাচন করছেন। নির্বাচনী মাঠে আলীগের কর্মী দাবি করছেন। বিএনপি এবারের নির্বাচনে আসলো না অথচ আপনি নির্বাচন করছেন! বিভ্রান্ত ছড়াবেন না। আসলে আপনি আওয়ামীলীগের না বিএনপির! রাজনীতি করলে সাংগঠনিক পন্থায় করুন।
মঙ্গলবার বিকালে আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ আর বাদল বিস্বাস এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম খালেদ হোসেন স্বপন বলেন, উন্নয়নে ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। কোন হুমকি ধামকিতে আওয়ামীলীগ ভয় পায় না। নিশ্চই বাবুগঞ্জের ৪ টি ইউনিয়নে উন্নয়নের প্রতীক বিপুল ভোটে জয়যুক্ত হবে। সভায় নৌকায় ভোট চেয়ে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মন্নান হাওলাদার , মোঃ শাহিনুর রহমান শিকদার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মোস্তোফা কামাল চিসতি, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ খন্দকার কামাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার উজ জামান মিলন মৃধা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আকন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অর্ধশত নেতা।
এ সময় তারা বলেন নৌকার বিরুদ্ধে অবস্থানকারীদের ক্ষমা নাই। কারণ নৌকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক। নৌকা বিজয়ী হলে আওয়ামী লীগ এগিয়ে যায়, দেশ এগিয়ে যায়।
প্রার্থী মনোনয়ন দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে আগামী ১১ এপ্রিল নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ তারিকুল ইসলাম তারেক কে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীরা ।
Leave a Reply