সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হয়েছে।
শুক্রবার ২৬ মার্চ সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটোরিয়ামে রুমে আলোচনা সভায় (ইউএনও) মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, দুই থানার ওসি মোঃ মিজানুর রহমান ও শাহ মোঃ ফয়সাল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শাহ আলম সিকদার, আবদুল করিম হাওলাদার প্রমুখ ।
Leave a Reply