মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদন ক্রমে মেহেন্দিগঞ্জ উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর কমিটি গঠন উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে উপজেলায় কর্মরত সকল গ্রাম পুলিশ সদস্যদের সমন্বয়ে মেহেন্দিগঞ্জ থানা চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাজাহান কবির জহির এর সভাপতিত্বে সকলের মতামতের ভিত্তিতে গ্রাম পুলিশ সদস্য মোঃ জাকির হোসেনকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
এ সময় গ্রাম পুলিশদের সার্বিক উন্নয়নে বিভিন্ন বিষয়ে কথা বলা ও প্রতিনিধিত্বের জন্য নেতৃত্ব ও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে মান উন্নয়নের জন্য কমিটি গঠন জরুরী বলে উপস্থিত সকল সদস্যগণ একমত পোষণ করে ৫নং সদর ইউপির গ্রাম পুলিশ মোঃ জাকির হোসেনকে সভাপতি, উলানিয়া ইউপির গ্রাম পুলিশ প্রশান্ত কুমার দে কে সাধারণ সম্পাদক, সদর ইউপি গ্রাম পুলিশ হরযত আলী কে সাংগঠনিক, ও আঃ বারেক চৌকিদার কে কোষাদক্ষ্য নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী ৩ বছরের জন্য গঠন করা হয়।
এ সময় বরিশাল জেলা গ্রাম পুলিশ বাহিনী কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কাজিরহাট থানা কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম খান, সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানসহ মেহেন্দিগঞ্জ উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply