মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় চারদিন আগে বঙ্গোপসাগরে পড়ে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার জেলেরা সুন্দরবন সংলগ্ন কচিখালী এলাকার গভীর সাগরে বড়শি টানার সময় লাশটি পাওয়া যায়।
নিহত মো. রুবেল পিরোজপুররের মঠবাড়িয়া উপজেলার আমগাছিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। এর আগে, মঙ্গলবার (১৬ মার্চ) দক্ষিণ-পশ্চিম সুন্দরবন সংলগ্ন মান্দারবাড়িয়া এলাকায় বঙ্গোপসাগরে পড়ে নিখোঁজ হন তিনি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সুন্দরবনের কচিখালী এলাকায় গভীর সাগরে লাশটি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা দুবলার চর ফিশ্যারম্যান গ্রুপের সমিতির সভাপতি কামাল হোসেনকে জানায়। পরে ট্রলার নিয়ে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। এরপর স্বজনরা পরনের কাপড় দেখে লাশটি রুবেলের বলে শনাক্ত করে।
Leave a Reply