রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলায় দুর্যোগ কালীন সময়ে উপকূলীয় অঞ্চলের কিশোর-কিশোরীদের সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) বিকালে চরফ্যাশন উপজেলার আসলামপুর আজাহার মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ কালীন সময়ে উপকূলীয় অঞ্চলের কিশোর-কিশোরীদের সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চরফ্যাশন উপজেলা টিমের আয়োজনে ইউনিসেফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং কোস্ট ট্রাস্টের সহযোগিতায় শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ত্বরান্বিত করন (এপিসি) প্রকল্প অর্থায়ন করে।
উপজেলার ৪০ জন কিশোর কিশোরী অংশগ্রহণে ৩ ঘণ্টা ব্যাপী প্রশিক্ষণে দুর্যোগ কালীন সময়ে করনীয়, জলবায়ু পরিবর্তন, বাল্য বিবাহ প্রতিরোধে করনীয়সহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- চরফ্যাশন উপজেলা যুব জলবায়ু ফোরামের সভাপতি মনির আসলামী, এপিসি প্রকল্পের উপজেলা প্রজেক্ট অফিসার সঞ্জয় কুমার, যুব রেডক্রিসেন্ট চরফ্যাশন টিমের দলনেতা মোবাশ্বের আলম, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশনের কো-অর্ডিনেটর তরিকুল ইসলামসহ যুব রেডক্রিসেন্টের সদস্য বৃন্দ।
Leave a Reply