রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের সন্তান দুবাই প্রবাসী মো. সাইফুল মোল্লার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তারা ওই প্রবাসীর ছবি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের ছবির সঙ্গে জুড়ে দিয়ে কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে বিভ্রান্তি ছড়াচ্ছে।
দুবাই প্রবাসী মো. সাইফুল মোল্লার দাবি, তিনি ১০ বছর ধরে বিদেশে ব্যবসা করছেন। তিনি কোন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত না। কীর্ত্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর মুর্খাজীর সাথে প্রবাসী মো. সাইফুল মোল্লার ভাল সর্ম্পক রয়েছে ।
আর এই শংকর মুখার্জী কীর্ত্তিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর পক্ষে সাইফুল মোল্লার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় প্রচার করেছেন। তবে শেষ পর্যন্ত শংকর মুখার্জী দলীয় মনোনয়নের জন্য চূড়ান্ত হননি।
ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস শুক্কুর মোল্লার নাম একক প্রার্থী হিসেবে জেলা থেকে কেন্দ্রে পাঠানোর পর পরই প্রবাসী সাইফুল মোল্লার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে। প্রবাসী সাইফুল মোল্লা এ অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
Leave a Reply