রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ সিটি করপোরেশনে যে সমাবেশের কর্মসূচি পালন করবে বিএনপি তার সঙ্গে যুক্ত হবে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ। সোমবার এ কথা জানিয়েছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।
বিষয়টি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও স্পষ্ট করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্রের পতনের দাবিতে এবং জিয়াউর রহমানের খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার বরিশাল সদরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বরিশাল বিভাগের সকল জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের যোগদানের আহ্বান জানানো হয়েছে।
ইতিপূর্বে ঘোষণা অনুযায়ী খুলনায় ২৭ ফেব্রুয়ারি, ১ মার্চ রাজশাহী ও সবশেষ ৩ মার্চ ঢাকা উত্তর ও ৪ মার্চ ঢাকা দক্ষিণ করপোরেশনে সমাবেশ হবে।
এর আগে গত রবিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় দেশের সব মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি। তবে এ কর্মসূচির বাইরে রাখা হয়েছে বরিশাল বিভাগকে।
Leave a Reply