বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান গৌরনদী পৌরসভা নির্বাচনে টানা তৃতীয়বার পৌর মেয়র নির্বাচিত হওয়ায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
মেয়র ভবনে শনিবার সকালে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত হ্যাট্রিক মেয়র হারিছুর রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। নবনির্বাচিত মেয়র মোঃ হারিছুর রহমানের সাথে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহসভাপতি বদরুজ্জামান খান সবুজ, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সহপ্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, আতাউর রহমান চঞ্চল, মনতোষ সরকার, আরিফিন রিয়াদ, বিনয় কৃষ্ণ শিয়ালী, এইচএম লিজন, জিএম জসিম হাসান, সৌরভ হোসেন, রনি মোল্লা, এমডি ফাহাদ মিয়া অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে মেয়র হারিছুর রহমান বলেন, জীবনে যতোদিন বেঁচে থাকবো ততোদিন আমার রাজনৈতিক অভিভাবক স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর দিক নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে জনগনের পাশে থেকে কাজ করে যাবো। এজন্য তিনি (মেয়র) গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply