মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া॥ কলাপাড়ায় রোববার থেকে করোনার টিকা কার্যক্রম শুরু হবে। টিকা দানকে ঘিরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে টিকাদানকারী কর্মী ও সেচ্ছাসেবকদের প্রশিক্ষন সম্পন্ন করেছে। প্রথম দফায় কলাপাড়া উপজেলায় ৭৪৩ ভায়াল করোনার টিকা এসেছে।
যা দিয়ে সাত হাজার ৪৩০ জনকে টিকা দেয়া যাবে। ইতিমধ্যে টিকা দেয়ার জন্য অনলাইনে ১৪০ জন আবেদন করেছেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, উপজেলায় করোনার টিকা কার্যক্রম বাস্তবায়ন করতে ছয়জন নার্স, এফডব্লিউভি তিন জন, সেকমো তিনজনকে দুইদিন করে এবং এমএইচভি ১২ জন ও ইয়ুথ ফোরামের তিনজনকে একদিন করে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ও শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ প্রশিক্ষণ দেয়া হয়। তিনি বলেন হাসপাতালের অভ্যন্তরে তিনটি বুথে এ করোনার প্রতিশোধক টিকা দেয়া হবে। এ সময় যদি কারো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় এজন্য হাসপাতালে পৃথক দুটি বেডের ব্যবস্থা করা হয়েছে। প্রতিমাসে দুই সপ্তাহ এ টিকা দেয়া হবে।
এ টিকা যাতে সবাই দেয় এজন্য মাইকিংসহ ইউনিয়ন পর্যায়েও প্রচারণা করা হচ্ছে বলে তিনি জানান।
Leave a Reply