বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সুন্দরবন থেকে শিকার করা একটি রয়েল বেঙ্গল টাইগারের চামড়াসহ মো. গাউস ফকির (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব ও বন বিভাগ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ের বাসস্ট্যান্ড থেকে চামড়াসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন রাত নয়টায় এই প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাউস ফকিরকে বরিশাল র্যাব-৮ এর কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।
গ্রেপ্তার মো. গাউস ফকির জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামের প্রয়াত রশিদ ফকিরের ছেলে।
উদ্ধার হওয়া বাঘের চামড়াটি লম্বায় আট ফুট এক ইঞ্চি এবং চওড়ায় তিন ফুট এক ইঞ্চি। বাঘটি বয়স্ক বলে জানিয়েছে বন বিভাগ।
ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, র্যাব ও বন বিভাগ যৌথভাবে বাঘের চামড়ার ক্রেতা সেজে বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। বিক্রেতা গাউস ফকির সুন্দরবন থেকে শিকার করা একটি বাঘের চামড়া নিয়ে বাসস্ট্যান্ডে পৌঁছালে ওত পেতে যৌথ দলটি তাকে চামড়াসহ গ্রেপ্তার করে।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া গাউস ফকির চামড়া পাচারকারী। বাঘটিকে সুন্দরবনের কোন এলাকা থেকে কবে শিকার করে হত্যা করা হয়েছে। গাউসের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা এখনই বলা যাচ্ছে না। চামড়াসহ গ্রেপ্তার হওয়া গাউস ফকিরকে বরিশাল র্যাব-৮ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাকে র্যাবের কার্যালয়ে রেখে আজ রাতভর জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বাগেরহাট বন বিভাগের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান এই বন কর্মকর্তা।
তিনি আরও বলেন, বেশ কিছুদিন আগে সুন্দরবনে বাঘ হত্যা করে তার চামড়া পাচার করতে একটি চক্র সংঘবদ্ধ হয়েছে এমন গোপণ সংবাদ পেয়ে র্যাব ও বন বিভাগ যৌথভাবে তাদের ধরার পরিকল্পনা করে। তারই অংশ হিসেবে আমরা ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করি। সেই যোগাযোগের ভিত্তিতে আজ মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমরা ক্রেতা সেজে পাচারকারী চক্রের সন্ধান পেয়েছি।
Leave a Reply