বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া (উত্তর-দক্ষিন) ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান সহিংসতায় পুলিশের দায়ের করা ৩টি মামলায় ৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিন উলানিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই আটজনকে আটর করা হয়।
এই অভিযানের নেতৃত্ব দেন বরিশাল জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান। এছাড়াও মেহেন্দিগঞ্জ থানার এস.আই মিজানসহ সঙ্গীয় ফোর্স ও ডিবি পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেন। আটককৃতরা হলেন, পূর্ব সুলতানি এলাকার ফরিদ সরদার, মিন্টু সরদার, কুদ্দুস সরদার, লতিফ সরদার, চর সুলতানি এলাকার মোঃ হোসেন সরদার, মোকতার সরদার, শাকিল সরদার ও হাসান সরদার।
আটককৃতদের পুলিশের কর্তব্য কাজে বাধাঁ প্রদান, পূর্ব সুলতানি অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা ও পুলিশের মোটর সাইকেল পোড়ানোর ঘটনায় আটক দেখানো হয়।
আটককৃত আটজনই দক্ষিণ উলানিয়া ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের কর্মীসমর্থক বলে জানা গেছে। উলেখ্য, গত ১৫ নভেম্বর উলানিয়া (উত্তর-দক্ষিন) ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দানের দিন রাতেই দক্ষিন উলানিয়ার লালগঞ্জ বাজার সংলগ্ন নৌকার মনোনীত প্রার্থীর বাড়িতে হামলা করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের কর্মীরা।
এ সময় মেহেন্দিগঞ্জ থানার এ.এস.আই ইন্দ্রোজিৎ এর মটর সাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া গত ৪ঠা ডিসেম্বর রাতে একই এলাকায় নৌকা ও বিদ্রোহী প্রাথীর সমর্থকদের মধ্য সংঘর্ষের সময় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনা ঘটে।
Leave a Reply