বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে ভর্তির ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে মোট ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্যে ৬৪ হাজার ৯৭২ জন শিক্ষার্থীর ভাগ্যে প্রথম ধাপে কোনো কলেজ মেলেনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কলেজে ভর্তির ওয়েবসাইটে (http://http://www.xiclassadmission.gov.bd/) এ ফল প্রকাশ করা হয়।
এ দফায় শিক্ষার্থীদের ভর্তি হতে হবে ২৬ থেকে ৩০শে আগস্ট রাত ৮ টার মধ্যে। তবে, যেসব শিক্ষার্থী প্রথম ধাপের তালিকায় কলেজ পায়নি বা কেউ মাইগ্রেশন করতে চাইলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ২য় ধাপের আবেদন করতে পারবে। তা চলবে ৩১ আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত। আর ফল প্রকাশ হবে ৪ঠা সেপ্টেম্বর।
এ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে ভর্তি হতে হবে। তারপরও কেউ কলেজ না পেলে এবং মাইগ্রেশন করতে চাইলে তৃতীয় ধাপের আবেদন করা যাবে ৭ ও ৮ সেপ্টেম্বর। এ ধাপের ফল প্রকাশ হবে ১০ই সেপ্টেম্বর। এ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি হতে হবে।
সবশেষ কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ই সেপ্টেম্বর। ভর্তি হতে হবে ১৩ থেকে ১৫ই সেপ্টেম্বরের মধ্যে।
Leave a Reply