শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি ॥
ঝালকাঠির রাজাপুরের বদনিকাঠি গ্রামের মোঃ মিলন সিকদার (২৫) এবং মনোহরপুর গ্রামের মোঃ সোহেল মোল্লা (২৮) দীর্ঘদিন ধরে নিখোজ রয়েছে। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে রাজাপুর থানায় পৃথক জিডি করা হয়েছে। মিলন উপজেলার বদনীকাঠি গ্রামের মৃত মুনসুর আলী সিকদারের ছেলে এবং সোহেল মনোহরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
জিডি সূত্রে জানা গেছে, ২০ আগস্ট সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় মিলন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুজি করে এখন পর্যন্ত তার কোন সন্ধান পায়নি। এ ঘটনায় মিলনের বড় ভাই মহসিন সিকদার রাজাপুর থানায় ১৫ সেপ্টেম্বর সাধারন ডায়রি (নম্বর ৬২১) করেন। মিলন সিকদার ভারসাম্যহীন ছিলো। বর্তমানে তিনি কথা বলতে পারেন না। তার উচ্চতা ৫ ফুট ৬ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, পড়নে ছিল প্যান্ট ও কালো শ্যার্ট। অপরদিকে গত ২২ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ সোহেল।
এঘটনায় তার চাচাত ভাই রাজাপুর থানায় ২৩ সেপ্টেম্বর সাধারন ডাইরি (নং ৯২৮) করেছেন। জিডিতে বলা হয়, সাহেল মানসিক ভাবে অসুস্থ ছিল। সে কথা বলতে পারে। তার গায়ের রং ফর্সা, মুখ মন্ডল গোলাকার, উচ্চতা ৫ফুট৪ ইঞ্চি, পড়নে লুঙ্গি ও সাদা টি শার্ট। রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, নিখোজের সন্ধান পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Leave a Reply