শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধপাশা ইউনিয়নের পাংশা অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস (কারখানা) ফ্যাক্টরিতে গভীর রাতে ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নী কান্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষতি সাধীত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ বুধবার ভোর রাতে ফ্যাক্টরির (রাস মোহন) ৫ম তলা ভবনের ৩য় তলায় শীততাপ নিয়ন্ত্রন যন্ত্র (এসি) থেকে এ অগ্নী কান্ডের সূত্রপাত হয় । আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরলে ঘুমন্ত লোকজন দিকবিদিক দৌড়ঝাপ শুরু করে। খবর পেয়ে তাৎক্ষনিক বরিশাল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে ৩ তলা ও ৪ তলায় রাখা সকল পন্য মালামাল পুড়ে যায়। এঘটনায় এয়ারপোর্ট থানায় ফ্যাক্টরির পক্ষ থেকে একটি সাধারন ডায়রী করা হয়েছে।
Leave a Reply