শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩ শিশুকে ধর্ষণের অভিযোগে ফারুক মিয়া (৩৫) নামে এক হাতুড়ে কবিরাজকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পশ্চিম দুলাল গ্রাম থেকে হাতুড়ে কবিরাজ ফারুক মিয়াকে আটক করা হয়।
আটক ফারুক মিয়া সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
জানা যায়, ফারুক মিয়া সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের পশ্চিম দুলাল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান প্যারালাইসিস রোগীকে ঝাড়-ফুক করে ভালো করার জন্য ওই গ্রামের ১০, ১১ ও ১২ বছর বয়সের ৩ শিশুকে কবিরাজি কাজে ব্যবহার করার কথা বলে গোপন কক্ষে নিয়ে অচেতন করে পালাক্রমে ধর্ষণ করে।
এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা হাতুড়ে কবিরাজ ফারুক মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
সুন্দরগঞ্জ থানা পুলিশের কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাজেন্দ্র মোহন চাকী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন মামলা হয়নি ।
Leave a Reply