শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল ও যাত্রী ও পরিবহনকর্মীদের মাস্ক পড়াসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনার মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। সেদিন থেকেই শুরু হয় লঞ্চ ও ট্রেন চলাচল। ১ জুন থেকে বাস চলাচল শুরু হয়। গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। যাত্রী ও পরিবহনকর্মীদের মাস্ক পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও রয়েছে।
একই নির্দেশনা মেনে আগামী ৩০ জুন পর্যন্ত গণপরিবহন চলাচলের নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে, অনুমোদিত অঞ্চলে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল ও বিমান চলাচল করতে পারবে। তবে সব সময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। তবে ৩০ জুনের পর গণপরিবহণ কোন নিয়মে চলবে, প্রজ্ঞাপনে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
Leave a Reply