বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০১ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জে মসজিদের ইমামকে গলায় জুতার মালা পরিয়ে সম্মানহানি করায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা রাড়িসহ ৯ জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে হেনস্থার শিকার শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
এঘটনায় বজলু আকন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অপরদিকে ঘৃণিত এই কাজের জন্য অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে অপসারণ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয়ার কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেছেন বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. নাঈমুল হক জানান, হেনস্থার শিকার শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়েছে।
বাকিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।হেনস্থার শিকার মো. শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাতের মিথ্যা অপবাদে তাকে লাঞ্ছনা করা হয়েছে।
একজন অভিভাবক না আসায় ঐ ছাত্রীর নামের পাশে তিনি তার ফোন নম্বর দিয়েছিলেন।তিনি ওই টাকা উত্তোলন কিংবা আত্মসাৎ করেননি।
অথচ টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান তাকে জুতা দিয়ে পিটিয়ে গলায় জুতার মালা পরিয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
Leave a Reply