শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতীয় মানবিক সংকট নিরসনে প্রতি মুহূর্তেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দেশব্যাপী চলমান ধারাবাহিক এই কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ভাসমান অসহায়দের ইফতার করানো হয়েছে।
সোমবার (১৮ মে) বিকালে এসব মানুষের কাছে গিয়ে ইফতারসামগ্রী পৌঁছে দেয় সংগঠনটির নেতৃবৃন্দ।
এ সময় জেলার বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট এবং জিইসিসহ বেশ কয়েকটি স্পটের ভাসমান উদ্বাস্তুদের হাতে ইফতার তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রামের উপদেষ্টা চৌধুরী সায়েম বলেন, সারাদেশে ছাত্র অধিকার পরিষদ যে মানবিক কাজ করছে তারই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম মহানগরে ভাসমান ছিন্নমূল মানুষদের ইফতার বিতরণ করি।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ ছাত্র অধিকার পরিষদের এই মানবিক কার্যক্রমের ধারা সবসময়ই অব্যাহত থাকবে। মানবতার জয় হোক। বাংলাদেশের জয় হোক। বাংলাদেশের মানুষের জয় হোক। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন…
Leave a Reply