মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আমফান’ সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি যেহেতু আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
সে কারনেই আগাম প্রস্তুতি নিতে জরুরী সভা করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। সোমবার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে আয়োজিত সভায় দিক নির্দেশনামুলক আলোচনা এবং সাইক্লোন সংক্রান্ত আগাম প্রস্তুতির কথা জানালেন, জেলা প্রশাসক মো. জোহর আলী।
সভায় জেলা প্রশাসক বলেন ঘূর্নিঝড় আশ্রায়কেন্দ্রে সামাজিক দুরত্ব মেনে মানুষের আশ্রায়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সকল বিভাগকে নির্দেশনা দেন। তিনি আরও বলেন আগাম প্রস্তুতি থাকায় ক্ষতি কমিয়ে আনা সম্ভব। মানুষের পাশাপাশি গবাদি পশুও যাতে নিরাপদে আশ্রায় নিতে পারে তার ব্যবস্থা করতে হবে।
এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমান, জেলা ্আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলমসহ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং রেডক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply