বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি।। বরিশালে অন্যতম সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর পক্ষ থেকে খুব নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে জনগনের রাস্তায় চলাচলের স্পীডব্রেকারে রং করা হয়। ১৫ই মে শুক্রবার রাত ৯টা থেকে কার্যক্রম শুরু হয় এবং ১০টা ৩০মিনিটে শেষ হয়। বরিশালে নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ন স্হান হাতেমআলী কলেজের সম্মুখে সাদা রংয়ের আলপনা করা হয়।
প্রাথমিকভাবে ৪টি স্পীডব্রেকারে মাঝে রং করা হয়।ভবিষ্যতেও এই কার্যক্রম পরিচালিত করা হবে। জনগনের যাতায়াতে স্পীডব্রেকারে কোন রংয়ের আলপনা না থাকাতে প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হচ্ছে।তাই এই উদ্দ্যেগ নেয়া হয়েছে।
উক্ত কার্যক্রম পরিচালনা করেন গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন পারভেজ সিকদার।এ ছাড়া সার্বিকভাবে ব্যবস্হাপনায় ছিলেন রুহুল আমিন,মেহেদী হাসান,মোঃ মাহমুদুল হাসান রাজু।
এছাড়া কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা প্রদান করেন উমর ফারুক,সজিব রহমান, অপু কুমার দে অন্যতম।
শহরের বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হবে,যেসব স্হানে রংয়ের আলপনা নেই স্পীডব্রেকারে রং করা হবে।
এ ব্যাপারে গ্রুপের এডমিন পারভেজ সিকদার জানান, বিগত দিনে আমরা সংগঠনের পক্ষ থেকে সাধারন জনগনের নিরাপত্তার কথা ভেবে জনকল্যান মূলক কাজ করে তাদের পাশে থাকতে চাই “ইনশাআল্লাহ”এবং আপনারা সব সময় আমাদের জন্য দোয়া করবেন।
Leave a Reply