মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ চারজন করোনা রোগী শনাক্তের পর ঝালকাঠি সদর উপজেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউন চলাকালীন সময়ে সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা বা উপজেলা হতে কেউ সদর উপজেলায় প্রবেশ করতে কিংবা এ উপজেলা হতে পার্শ্ববর্তী অন্য কোনো জেলা বা উপজেলা গমন করতে পারবে না। এ সময় সকল ধরনের গণপরিবহন এবং জণসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা যেমন- চিকিৎসা সেবা, কৃষিপণ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী লকডাউনের আওতার বাইরে থাকবে। এছাড়া পিরোজপুর-ঝালকাঠি ও বরিশাল আঞ্চলিক মহাসড়ক এর আওতা বহির্ভূত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, জনগণকে নিরাপদ রাখার উদ্দেশে বর্তমানে সদর উপজেলা লকডাউন ঘোষণা কারা হয়েছে। প্রয়োজনে আমারা সমস্ত জেলা লকডাউনের আওতায় আনব।
এই পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকারও আহ্বান জানান জেলা প্রশাসক। এদিকে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের পূর্ব বিন্নাপাড়া গ্রামে করোনায় আক্রান্ত হওয়া তিনজন রোগীর বাড়িতে যাতায়াতকারী এক ইউপি সদস্যও করোনা আক্রান্ত বলে আজ বৃহস্পতিবার শনাক্ত হয়েছে।
Leave a Reply