শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ছেলে মাওলানা আনাস মাদানী।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবা (আহমদ শফী) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে মৃত্যুর গুজব ছড়িয়েছে, তা সঠিক নয়। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ হয়েছেন। তার চিকিৎসা চলছে।
আজ সোমবার দুপুর থেকেই গুজব ছড়িয়ে পড়ে যে আল্লামা শফী মারা গেছেন। এদিকে ইসলামি ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, এধরনের গুজব আমরাও শুনেছি। শুধু এতটুকুই বলবো, আল্লামা শফী আগের চেয়ে ভালো আছেন, কেউ গুজবে কান দেবেন না। সবাই উনার জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগে আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ বোধ করায় ১১ এপ্রিল বিকেলে তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। প্রায় ১০৩ বছরের বয়সী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।
Leave a Reply