সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক শুভাশীষ সেনগুপ্ত। তিনি নিজ উদ্যোগে জেলা শহরের বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করে যাচ্ছেন। এছাড়াও করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে মসজিদ, মন্দিরসহ এলাকার সাধারণ মানুষ, পথচারি, দোকানি, দিনমজুর, রিকশা-ভ্যান শ্রমিকদের মাঝে বিতরণ করেছেন হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক।
ঝালকাঠির অধিকাংশ জনপ্রতিনিধি ও শিল্পপতিরা যখন করোনা আতঙ্কে গা-ঢাকা দিয়েছেন ঠিক তখন ছাত্রলীগ নেতা শুভাশীষ সেনগুপ্তের এ উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
ছাত্রলীগ নেতা শুভাশীষ সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, আমরা সবাই যদি সচেতন হই, আর যার যার অবস্থান থেকে অন্যকে সচেতন করি তাহলে যেকোনো মহামারি থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করা সম্ভব।
তিনি আরো বলেন, সমাজের প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে সচেতনামূলক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসুক। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা আরও এগিয়ে যাব।
Leave a Reply