রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া ওরফে জিকে শামীম অত্যন্ত গোপনে অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। বিষয়টি এতই গোপনে হয়েছে যে রাষ্ট্রপক্ষও জানে না। সংশ্লিষ্ট আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আমি বিষয়টি শুনলাম। এ বিষয়ে নথিপত্র দেখে রবিবার পদক্ষেপ নেব। সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া তথ্য অনুযায়ী, শামীম অত্যন্ত গোপনে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন। ছয় দিন পর ১২ ফেব্রুয়ারি তার জামিনের লিখিত আদেশ প্রকাশ করা হয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান বলেন, জিকে শামীমের জামিনের বিষয়ে আমাদের কিছুই জানা নেই।
গত বছর ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে নিজ কার্যালয় থেকে জিকে শামীমকে সাত দেহরক্ষীসহ আটক করে র্যাব। এ সময় নগদ এক কোটি ৮১ লাখ টাকা, নয় হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুর ডলার, শামীমের মায়ের নামে ট্রাস্ট ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় ২৫ কোটি টাকার করে চারটি, ২৭ লাখ ৬০ হাজার টাকার একটি ও শাহজালাল ইসলামী ব্যাংক মহাখালী শাখায় ১০ কোটি টাকা করে চারটি এফডিআর এবং শামীমের নামীয় ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখায় ২৫ কোটি টাকার একটি এফডিআর জব্দ করা হয়। এরপর গুলশান থানায় মানি লন্ডারিং আইনে তার নামে মামলা হয়। এ ছাড়া অস্ত্র আইনে আরেকটি মামলা হয়।
Leave a Reply