সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার বুনিয়া গ্রামে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ( ১৮ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ছয়টায় খেজুর তলা বাজারের পশ্চিম পাশের মাঠে এই ঘটনা ঘটে।
আহত, ভাই সজিব হাওলাদার ভাণ্ডারীয়া সরকারি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানা ভায়ালা বুনিয়া গ্রামে আমানুল্লাহ মহা বিদ্যালয়ের কলেজ ছাত্রী রেজবীন আক্তার (১৮)কে কলেজে আসা যাওয়ার সময় ইভটিজিং করে।
বিষয়টি পরিবারকে জানালে তারই ছোট ভাই সজিব হওলাদার এর প্রতিবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লিমন (২৩) সম্রাট (২৫) রিয়াদ (২০) পাবেল (২১) কিল-ঘুষি ও লাঠিসোঠা দিয়ে এলাপাথাতাড়ি ভাবে পিটিয়ে আহত করে। এসময় সজিবের পকেটে থাকা নগত ৯৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় হামলাকারীরা।
তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষদর্শীরা সজিকে উদ্ধার করে ভাণ্ডারীয়া সরকারি সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় সজিবের পিতা আব্দুল হাই হাওলাদার বাদি হয়ে ৫ জনকে আসামি করে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আহত সজিব ভায়ালা বুনিয়া গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে।
Leave a Reply