বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভারত-বাংলাদেশের সম্পর্ক আরো আরো দৃঢ় হতে চলেছে। অপেক্ষা আর মাত্র ৪ মাস। আগামি জুন মাসেই চালু হচ্ছে ঢাকা-শিলিগুড়ি সরাসরি ট্রেন চলাচল।
খুব শীঘ্রই চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এই রেলপথটি চালু হয়ে গেলে দু’দেশের বাণিজ্যে এক নয়া মাত্রা যোগ হবে বলে দৃঢ় আশা দু’দেশেরই। এদিকে ঢাকা-কলকাতা যাত্রীবাহী ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ এবং ‘বন্ধন এক্সপ্রেস’ এর চলাচল সপ্তাহে একদিন করে বাড়ানো হয়েছে। বন্ধন এক্সপ্রেসের নতুন সময় কার্যকর হওয়ার কথা আজ ১৬ ফেব্রুয়ারি থেকে।
উক্ত কয়েকটি ট্রেনের পাশাপাশি বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা-শিলিগুড়ি রেল যোগাযোগ শুরু হওয়ার অপেক্ষায়। ২০২১ সাল নাগাদ প্রায় রেললাইনের কাজ শেষ হবে। অন্যদিকে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের আখাউড়া রেলপথের কাজও সম্পন্ন হবে আগামী বছর ২০২১ সালে। আশা করা হচ্ছে, ওই বছরই জুন মাস নাগাদ আগরতলা-আখাউড়া রেলপথ চালু হয়ে যাবে।
এই রেলপথের নির্মাণকার্য শুরু হয়েছিল ২০১৭ সালের অক্টোবর মাসে। যদিও এ বছরই এই যোগাযোগ সম্পন্ন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নানা জটিলতায় তা হয়ে ওঠেনি।
নূরুল ইসলাম সুজন বলেন, “ফরিদপুরের ভাঙ্গা হয়ে বরিশাল, খুলনা-মোংলা পর্যন্ত রেললাইনের উন্নয়নে কাজ চলছে। শুধু তাই নয়, আমাদের বন্ধুরাষ্ট্রের (ভারতের) সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে ভুরুঙ্গামারী পর্যন্ত ৭ কিলোমিটার রেললাইন করা হবে। আগামী জুনের মধ্যে ঢাকা-শিলিগুড়ি পর্যন্ত ট্রেনে যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে।”
ট্রেনটি ভারতের পেট্রোপোল সীমান্ত হয়ে বাংলাদেশের ভেতরে পার্বতীপুর, দর্শনা, সৈয়দপুর, নীলফামারি, তোরণবাড়ি, ডোমার, চিলাহাটি পেরিয়ে পুনরায় তা গিয়ে উঠবে ভারতের হলদিবাড়িতে। সেখান থেকে শিলিগুড়ি যাবে।
Leave a Reply