শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :
‘আইন প্রয়োগ করতে গেলে প্রভাবশালীদের চাপ আসে’
প্রভাবশালীদের চাপে সড়কে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিতে পারে না বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, সড়কে মালিক শ্রমিক কিংবা যাত্রী, কেউই আইন মানেন না।
ট্রাফিক মাস উপলক্ষে শনিবার(০৮ সেপ্টেম্বর) দুপুরে শাহবাগে আয়োজিত সচেতনতামূলক সভায় তিনি এ কথা বলেন। এ সময় বিশিষ্টজনরা এইচএসসি পর্যন্ত পাঠ্যপুস্তকে সড়ক ব্যবহারের নিয়ম অন্তর্ভুক্ত করার দাবি জানান। এদিকে, ট্রাফিক মাসের চতুর্থ দিনেও সড়কে দেখা গেছে বিশৃঙ্খলা।
বিশৃঙ্খল ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক মাসের চতুর্থ দিনে বিভিন্ন মোড়ে দিনভর সচেষ্ট ছিল বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনকে শিক্ষার্থীরা। তবে, এদিনও নগরীর পথচারীরা অনুৎসাহী ছিল ফুটওভার ব্রিজ কিংবা জেব্রা ক্রসিং ব্যবহারে।
তুলনামূলক উন্নতি দেখা গেছে মোটরসাইকেল আরোহীদের অভ্যাসে ও কিছু ক্ষেত্রে নিয়ম মানতে দেখা গেছে গণ-পরিবহনের চালকদেরও। সড়কে সক্রিয় ছিল ট্রাফিক পুলিশও।
এক মোটরসাইকেল চালক বলেন, ‘আমার হেলমেট ছিল না বলে আটকে দিয়েছে, পরে হেলমেট ক্রয় করার পর যেতে দিয়েছে।’
Leave a Reply