মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের উজিরপুরে সরকারি আইনকে উপেক্ষা করে একের পর এক সরকারি খাল ও রাস্তা অবৈধভাবে জোর পূর্বক দখল করে পাকা ভবন নির্মান করছে প্রভাবশালী ভূমিদস্যুরা। পানির গতিপথ বন্ধ করে দিয়ে পাকা ভবন করায় ক্ষুব্ধ এলাকাবাসী।
জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা ৩নং ওয়ার্ডের মৃত মোতাহার আলি হাওলাদারের ছেলে শুক্কুর আলি হাওলাদার ও একই বাড়ীর সোনর উদ্দিন হাওলাদারের ছেলে খোরশেদ আলি হাওলাদার ক্ষমতার দাপটে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চৌমোহনী টু ডাবেরকুল গড়িয়াগাভা এলাকার সাবেক প্রধান শিক্ষক শাহজাহান হাওলাদারের বাড়ির পশ্চিম পার্শ্বে খালের মধ্যে আরসিসি পিলার করে পাশাপাশি ২টি পাকা ভবন নির্মাণ করছে।
অভিযোগ পাওয়া গেছে, তারা এলাকায় কাউকে মানছেনা। শত বাধা প্রদান করলেও থেমে নেই তারা। কতিপয় প্রভাবশালী নেতাদের নাম ভাঙ্গিয়ে গড়ছে পাকা ইমারত।
অভিযুক্ত শুক্কুর আলি জানান কারো পৈত্রিক জমিতে পাকা ভবন করিনি,সরকারি জমিতে ভবন করছি তাতে কারো দেখার কিছুই নেই। খোরশেদ আলি দখলের ব্যাপারে এড়িয়ে যান।
এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা জানান এ বিষয়ে আমার জানা নেই। তবে সরকারি আইন ফাকি দিয়ে যদি কেউ সরকারি খাল ও রাস্তা দখল করে ভবন তৈরি করে তাদের ব্যাপারে প্রশাসনের কাছে আবহতি করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস জানান তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ঐ ভূমিদস্যুদের কবল থেকে সরকারি রাস্তা ও খাল দখল মুক্ত রাখতে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
Leave a Reply