সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা
আরিফ হোসেন।। বাবুগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজের ৫৩ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ২৪ জানুয়ারি শনিবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাহমিনা আক্তার।
প্রতিষ্ঠানের গভর্ণিংবডির সভাপতি মোঃ ইকবাল হোসেন তাপস’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে (বাবুগঞ্জ-মুলাদি)-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু’র উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার’র উপস্থিত থাকার কথা রয়েছে।
সকাল ৯টায় প্রধান অতিথির আসন গ্রহনের মধ্যদিয়ে ২টা প্রর্যন্ত বিভিন্ন কার্য সম্পাদনের মাধ্যমে প্রথমার্ধের কর্মসূচি সম্পূর্ণ করা হবে বলে জানা গেছে। দ্বীতৃয়ার্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ ও সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্য দিয়ে শেষ করা হবে বলে জানিয়েছে ব্যবস্থাপনা কমিটি।
Leave a Reply