সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ভোলার ঘটনায় ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, একটি বিশেষ মহল অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। তারা একটি ঘটনা সাজিয়ে ফায়দা হাসিলের অপচেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও তড়িৎ পদক্ষেপের কারণে তা বানচাল হয়ে যায়।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমু আরও বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সচেতন মহলকে দাঁড়াতে হবে। বর্তমানে দেশে মানুষ ভাল আছে, শান্তিতে বসবাস করতে পারছে।
সভায় চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. জোহার আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও চেম্বারের সিনিয়র সহসভাপতি মু. মনিরুল ইসলাম তালুকদারসহ আরও অনেকে।
Leave a Reply