সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ বরিশাল সরকারী ব্রীজের এাপ্রোচ সড়ক নিমার্ণের জন্য মালিকানা জমি সড়কে দিয়ে বিপাকে পরেছে আট ব্যবসায়ী। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাকাই বাজারের।
ওই বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম বকশী, শাজাহান মিয়াসহ ভূক্তভোগী ব্যবসায়ীরা জানান, বাকাই বাজার থেকে ডাসার মাইজপাড়ার স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য বাকাই খালের উপর দীর্ঘ বছর পূর্বে একটি ব্রীজ নির্মাণ করা হয়। ব্রিজের এ্যাপ্রোচ সড়ক তাদের ব্যক্তিগত বাকাই মৌজার ৫১ নং দাগের জমির উপর দিয়ে নির্মাণ হওয়ায় বাজারের আটজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়।
পরবর্তীতে ওই আট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পূর্নঃবাসন করার জন্য বাকাই মৌজার ৫২ নং দাগের খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের জমি থেকে পাঁচ শতক জমি বন্দোবস্ত দেওয়া হয়। সেই থেকে তারা ওই জমিতে দোকান ঘর নির্মাণ করে তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। এরই মধ্যে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে মেদাকুল গ্রামের মৃত আছমত আলী ফকিরের পুত্র ও একই মোজৗর ৫৩ নং দাগের জমির মালিক সহিদ ফকিরের। ২০০৭ সালে সহিদ ফকির ওই জমি থেকে তাদের উচ্ছেদ করার জন্য তৎকালীণ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আবেদন করেন। সহিদ ফকিরের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরেজমিন তদন্ত করে ক্ষতিগ্রস্ত ওই আট ব্যবসায়ীকে উচ্ছেদ না করার জন্য আদেশ দেয়া হয়।
ব্যবসায়ী আব্দুল হালিম আরও জানান, অতি সম্প্রতি তার দোকান ঘরের মেরামত করা প্রয়োজন হলে তিনি শ্রমিক নিয়ে দোকান মেরামতের কাজ শুরু করলে তিনিসহ ওই আট ব্যবসায়ীকে হয়রানী করার জন্য তাদের দখলকৃত ৫২ ও সহিদ ফকিরের দখলকৃত ৫৩ নং দাগের জমির উপর আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। আদালতে মামলার প্রেক্ষিতে গৌরনদী মডেল থানা থেকে গত ১৪ অক্টোবর নোটিশ প্রদান করা হলে তিনি দোকান মেরামতের কাজ বন্ধ রাখেন।
তিনি অভিযোগ করে আরও বলেন, আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি ( আব্দুল হালিম) দোকান মেরামতের কাজ বন্ধ রাখলেও মামলার বাদী আদালতের নির্দেশ অমান্য করে ৫৩ নং দাগের জমির উপর তার ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। ঘটনার তদন্ত করে সহিদ ফকিরের হয়রানীর হাত থেকে রক্ষায় তিনিসহ ওই আট ব্যবসায়ী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, আদালতের নির্দেশ অমান্য করার যথাযথ প্রমান পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply