রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে মহানবীকে কটূক্তি করার ঘটনাকে কেন্দ্র করে তৌহিদী জনতার উপর পুলিশের গুলিতে হত্যাকারীদের বিচারসহ বাংলাদেশ থেকে ইসকনের সকল কার্যক্রম বন্ধের দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।
রোববার সন্ধার আগ মুহুর্তে আকস্মিকভাবে কয়েকশত ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা নগরীর সদররোডে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। ইসলামি আন্দোলন বাংলাদেশের মহানগর কমিটির উপদেষ্টা মাওলানা নাসির আহমেদ কাউসারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নওমুসলিম ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী, ছাত্রনেতা রেজাউল করীম, তৌহিদ বাসার, মোঃ সাব্বির আহমেদ, মনিরুল ইসলাম, যুব নেতা আরিফুর রহমান, শ্রমীক নেতা আবি আব্দুল্লাহ্ মাহমুদী প্রমুখ।
শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এদিকে ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভের আয়োজন করায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রনে রাখতে কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে একদল পুলিশ বিক্ষোভকারীদের শান্ত রাখেন। অপরদিকে সন্ধার পর পরই নগরীর বিভিন্ন সড়কে টহলে নেমেছে র্যাব, পুলিশ ও ডিবি পুলিশের বিভিন্ন দল। এদিকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি গুলিবিদ্ধ আহতদের রক্তের প্রয়োজন দেখা দেয়ায় ইসলামি আন্দোলনের কর্মীরা রক্তের সন্ধানে বিভিন্নস্থানে দৌঁড়ঝাপ শুরু করেছেন।
Leave a Reply