রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া: বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মো. মাহমুদ হোসেন মাখন পৌর শহরের ২নং ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ,রহমান মিয়া,দাতা সদস্য এ্যাডভোকেট মো.তারিকুল ইসলাম,অভিভাবক সদস্য মো. আক্তার হোসেন,মো. আল-আমিন,মো. কবির হোসেন ও শেখর চন্দ্র মিস্ত্রী,সংরক্ষিত নারী অভিভাবক সদস্য ছেনোয়ারা বেগম,শিক্ষক প্রতিনিধি সদস্য মো. অলিউল ইসলাম ও মো. মনিরুজ্জামান হাওলাদার,সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি সদস্য মোসাম্মৎ নাসরিন আক্তার। সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর।
এদিকে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী এ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় জনপ্রতিনিধি ও প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply