মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
বাকেরগঞ্জ সংবাদদাতা॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাতে তাদের উপজেলার দুধল ইউনিয়নের ছোট কৃষ্ণকাঠি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতাকৃতরা হলেন- ওই গ্রামের মৃত কাসেম গাজীর ছেলে আইউব আলী গাজী (৫০) এবং তার স্ত্রী নিলুফা বেগম (৩৮)।
পুলিশ জানায়, আইউব আলী ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। বাকেরগঞ্জ উপজেলাসহ আশেপাশে বিভিন্ন এলাকায় তারা ইয়াবা পাইকারি ও খুচরা বিক্রি করেন। ঘটনাবলীতে তাদের বিরুদ্ধে অন্তত ৫টি মামলা রয়েছে। কিন্তু তারা গ্রেফতার পরবর্তী আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ফের মাদক বিক্রিতে জড়িয়ে পড়েন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইউব আলী গাজীকে স্ত্রীসহ তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়। এসময় বাসা থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
Leave a Reply