বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ তিনদিনের সফরে বরিশালে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার দুপুর দেড়টায় নৌপথে তিনি বরিশালে পৌঁছেছেন। এ সময় বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা নদী বন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন। সেখান থেকে রাষ্ট্রদূত গাড়ি বহর নিয়ে হোটেল গ্রান্ড পার্কে পৌঁছান।
বিকেলে তিনি বরিশাল বিভাগীয় কমিশনার ও ডিআইজির সঙ্গে সাক্ষাত করেন। বুধবার সকাল সাড়ে নয়টায় রাষ্ট্রদূত পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় যাবেন এবং সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর বাস ভবনে সাক্ষাত করবেন। দুপুর ১২টায় তিনি ঝালকাঠি জেলার ভিমরুলিতে ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করবেন। বিকেল সোয়া তিনটায় বাংলাদেশ বেতার বরিশালে রেডিও ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন।
বিকেল ৪টা ৫০ মিনিটে বরিশালের ঐতিহ্যবাহী মিঞা বাড়ি মসজিদ পরিদর্শন করবেন। রাত আটটায় হোটেল গ্রান্ড পার্কে ডিনারে অংশগ্রহণ করবেন।
তৃতীয় দিন বৃহস্পতিবার সকাল সোয়া আটটায় রাষ্ট্রদূত বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন চার্চ, সকাল নয়টায় মৎস্য অবতরণ, সকাল সোয়া নয়টায় জাহানারা ইসরাইল স্কুল এ্যান্ড কলেজ এবং বেলা সাড়ে ১১টায় নগরীর সিএ্যান্ডবি রোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করবেন। বিকেল সাড়ে চারটায় বরিশাল বিমানবন্দর থেকে মার্কিন রাষ্ট্রদূত ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন।
Leave a Reply