বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরের কালিবাড়ি রোডে অবস্থিত জগদীশ সরস্বতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষে চুরির ঘটনা ঘটেছে। তবে, চোরেরা বিদ্যালয়ের কিছু বিল-ভাউচার ছাড়া অন্য কিছু নেয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (০২ জুলাই) সকাল ১০ টার দিকে ওই কক্ষের তালা খুলতে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রধান শিক্ষক শাহ-আলম জানান, সকালে বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষের তালা খুলতে গিয়ে কর্মচারী রাশেদ তা আগে থেকেই খোলা দেখতে পান। এরপর তিনি বিষয়টি অফিস সহায়ক সন্ধ্যা রানী চক্রবর্তীকে জানালে তিনি আমাদের জানান।
তাৎক্ষণিকভাবে আমরা বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করি। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে এসে জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী বাবুলকে আটক করে নিয়ে গেছে। তিনি বলেন, ২/১ দিনের মধ্যেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা হওয়ার কথা।
সে অনুযায়ী কিছু বিল-ভাইচার রেডি করা হচ্ছিলো। চোরেরা শিক্ষকদের রুমের তালা খুলে শুধুমাত্র ভাউচারগুলো নিয়ে গেছে। অন্যকোনো মালামাল খোয়া গেছে কি-না তা অনুসন্ধান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply