রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আজ ১ জুলাই সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বরিশাল ক্লাবে বাংলাদেশ আওয়ামীলীগের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভার স্থান পরিদর্শন ও প্রস্থতিরি তদারকি করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি,পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, সাধারন সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গীর, বরিশাল জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. ওবায়েদুল্লাহ সাজু, বরিশাল মহানগর আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, বরিশাল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সহ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।জানা গেছে, আগামী ৪ জুলাই বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহম্মেদ এমপি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর (অবঃ) হাফিজ মল্লিক, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য প্রযুক্তি সম্পাদক আফজাল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানী চিনু।
অনুষ্ঠানে সঞ্চলনা করবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ ফম বাহউদ্দিন নাছিম। উক্ত বিভাগীয় সম্মেলন সফল করার লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ নানা ভাবে আয়োজন করে আসছে। ব্যাপক প্রস্তুতি গ্রহন করছেন বলে জানা গেছে।
Leave a Reply