সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নূরানী বিভাগের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় জামায়াতের ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে উঠেছে।এ ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে বুধবার (২৬ জুন) কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক বর্তমানে পলাতক আছেন।অভিযুক্ত শিক্ষক মো.নুরুল্যাহ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোটধলী এলাকার মাওলানা গোলাম কুদ্দুছ মিয়ার বাড়ির গোলাম কুদ্দুছ’র ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্র মাদ্রাসার বর্ডিংয়ে থেকে পড়াশুনা করত। গত এক বছর ধরে অভিযুক্ত শিক্ষক মো. নুরুল্যাহ (৪৫) বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তার রুমে ডেকে নিয়ে জোরপূর্বক শিশুকে বলৎকার করে। অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রকে মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে হুমকি দিয়ে বলে তুমি এ বিষয়ে কাউকে কিছু বললে মারা যাবে এবং মাদ্রাসা থেকে বাহির করে দেব।পরে ছাত্রের অসুস্থতার কারণে বিষয়টি পরিবার আন্দাজ করতে পারে এবং পরবর্তিতে ছাত্রের মুখে এ বিষয়ে বিস্তারিত জেনে থানায় মামলা দায়ের করেন।কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
Leave a Reply