রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে প্রেমের জের ধরে কাকী ও ভাতিজা গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে।রবিবার (১৯ মে) রাত আনুমানিক দেড়টার দিকে গাংনগর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো- ওই গ্রামের সুবন্ধু দাসের স্ত্রী চৈতী রাণী দাস (২৭) ও অমল চন্দ্র দাসের ছেলে কনক চন্দ্র দাস (২০)।
জানা যায়, কোনো এক সময় কাকী ও ভাতিজা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই এক পর্যায়ে গতকাল বাড়ির পাশের একটি আখক্ষেতে একসাথে গ্যাস ট্যাবলেট খায় তারা। পরে সামাদ নামে স্থানীয় এক ব্যক্তি টের পেলে গ্রামবাসীকে খবর দিলে তাদেরেউদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, চৈতী রাণী ও কনক দাসের মধ্যে বেশ কিছুদিন সম্পর্ক ছিল। তারা সম্পর্কে কাকী এবং ভাতিজা হওয়ায় তাদের মেলামেশা নিয়ে কেউ সন্দেহ করেনি। তবে কয়েকদিন আগে দু’জনের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে উভয়ের পরিবার থেকে তাদেরকে শাসন করা হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনাতন চন্দ্র সরকার বলেন, চৈতী রাণীর স্বামী সুবন্ধু দাস হতদরিদ্র। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। রবিবার রাতে স্ত্রী বিছানা থেকে কখন উঠে গেছে তা বলতে পারেন না। চৈতী রাণীর দুইটি মেয়ে সন্তান রয়েছে। কনক তার বড় ভাইয়ের ছেলে। তারা পাশাপাশি বাড়িতে বসবাস করতেন।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, প্রেমের সম্পর্কের কারণেই তারা আত্মহত্যা করেছে। লাশ সুরতহাল শেষে শজিমেক এর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply