রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
মাসুদ রানা( মঠবাড়িয়া): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙ্গে তিন দিন ধরে জোয়ারের পানিতে ভাসছে শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষ। অনেক পরিবারের রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাতে ঘূর্ণিঝর “ফণী”র ভরা জোয়ারের প্রবল স্রোতে বলেশ্বর নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ঘরবাড়িতে পানি ঢুকে যায়।এ ঘটনায় চরম দুর্ভোগে পড়ে মানুষ।
সরেজমিনে ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধ ভেঙ্গে নদীর জোয়ারের পানি প্রবল বেগে লোকালয়ে ঢুকে পুরো গ্রাম সয়লাব হয়ে গেছে। বসতঘরে পানি ঢুকে যাওয়ায় মানুষ স্বাভাবিক কাজকর্ম ও রান্নাবান্না করতে পারছে না। গবাদি পশু নিয়েও তারা পড়েছেন বিপাকে।
এলাকাবাসী বলেন, ‘ঘূর্ণিঝর “ফণী”র ভরা জোয়ারের প্রবল স্রোতে বলেশ্বর নদীর বেড়িবাঁধ ভেঙ্গে যায় মানুষ জোয়ারের পানিতে ভাসছে। বেড়িবাঁধ ভেঙ্গে বাড়িঘরে পানি ওঠায় শতাধিক পরিবারের রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। জোয়ারের সময় লোকালয় পানিতে ডুবে এবং ভাটার সময় পানি থাকে না। আমাদের দাবী বেড়িবাঁধটি খুব তারাতারী নির্মাণ কাজ শুরু করা হোক।
Leave a Reply